ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আদর্শ নাগরিক হওয়ার শপথ নিলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
আদর্শ নাগরিক হওয়ার শপথ নিলো শিক্ষার্থীরা শপথপাঠ করাচ্ছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানে লক্ষ্মীপুরে আদর্শ নাগরিক হওয়ার শপথ নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ‘পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শপথপাঠ করান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

সদর উপজেলা পরিষদের হলরুমে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন লক্ষ্মীপুর জেলা শাখা এ আয়োজন করে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা।

সঞ্চালনায় ছিলেন সংগঠনটির জেলা সমন্বয়ক সহিদ্দুজ্জামান সৈকত।  

জানা যায়, বিডিক্লিন আগামী দু’মাসব্যাপী জেলার ক্যাম্পাস টু ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। পরে  জেলার পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে সেরা নির্বাচিত করে বিশেষ আয়োজনে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।