ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পল্লি উন্নয়ন একাডেমির ২ কোটি টাকার বেশি লুট করেছেন ৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
পল্লি উন্নয়ন একাডেমির ২ কোটি টাকার বেশি লুট করেছেন ৭ জন

ঢাকা: পল্লি উন্নয়ন একাডেমির (আরডিএ) সাবেক মহাপরিচালক এম এ মতিনসহ ৭ জনের বিরুদ্ধে সরকারের ২ কোটি ৫ লাখ ৬ হাজার ৯২২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ এপ্রিল) বগুড়ার শেরপুর থানায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন দুদক, বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তিনি প্রথমে তদন্তকারী কর্মকর্তা হিসেবেও অভিযোগ তদন্ত করেন।

আসামিরা হলেন— পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ), শেরপুর, বগুড়ার  মহাপরিচালক (বর্তমানে পিআরএল) এম এ মতিন, পরিচালক (অবসরপ্রাপ্ত) মাহমুদ হোসেন খাঁন,  পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) নজরুল ইসলাম খান, উপ প্রকল্প পরিচালক (বাস্তবায়ন), পল্লী জনপদ প্রকল্প আবিদ হোসেন মৃধা, উপপরিচালক (সামাজিক বিজ্ঞান বিভাগ) ও সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং), পল্লী জনপদ প্রকল্প শেখ শাহরিয়ার মোহাম্মদ, সহকারী পরিচালক (ভৌত অবকাঠামো ও সহকারী প্রকল্প পরিচালক) আরিফ হোসেন জুয়েল ও  হিসাবরক্ষক মোছা. রুনিয়া ইয়াসমিন।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে জানান, পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণ না করে কম মূল্যে নগদ টাকায় জমি ক্রয় করে বেশি মূল্যে জমি ক্রয় দেখিয়ে কবলা দলিল রেজিস্ট্রি সম্পাদন করে বে-আইনিভাবে সরকারি ২ কোটি ৫ লাখ ৬ হাজার ৯২২ টাকা নিজেরাই আত্মসাৎ করেন অভিযুক্তরা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯ 
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।