ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টাকা আত্মসাতকারী ঢাকা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
টাকা আত্মসাতকারী ঢাকা ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: সাত কোটি আট লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক লিমিটেড ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার গোলাম সৈয়দ রাসেবকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ এপ্রিল) দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা ব্যাংক লিমিটেড, ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার ও ঋণ কর্মকর্তা গোলাম সৈয়দ রাসেবকে সাত কোটি আট লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের দায়ে কাকরাইল থেকে গ্রেফতার করে চার সদস্যের দুদক টিম।

অভিযুক্ত আসামি ঢাকা ব্যাংক লিমিটেড, ফেনী শাখায় কর্মকালে ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে (জুন ২০১৮ সাল থেকে মার্চ ২০১৯ পর্যন্ত) বিভিন্ন অংকের অর্থ বিভিন্ন ব্যক্তির হিসাবে প্রতারণার মাধ্যমে স্থানান্তর করে পরস্পর যোগসাজশে তুলে আত্মসাৎ করে।  

এ বিষয়ে ব্যাংকটির ফেনী শাখার ব্যবস্থাপক আক্তার হোসেন বাদী হয়ে গত ১৯ মার্চ ২০১৯ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গোপন সূত্রে খবর পেয়ে দুদক কর্মকর্তারা অভিযান চালিয়ে আসামিকে  রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।