জানা যায়, মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ও বালিঘাটা ইউনিয়নের নওদা, বাগুয়ান ও দানেজপুর গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মূহুর্তের মধ্যেই ওই তিনটি গ্রামের দুই শতাধিক কাঁচা-পাকা বাড়িঘর, দোকান পাট, স্কুল, মসজিদ ও বিভিন্ন ধরনের গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে যায়।
এ সময় বিভিন্ন স্থাপনা ভেঙে শিশুসহ অন্তত ৪০ জন নারী-পুরুষ আহত হয়। আহতদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না বাংলানিউজকে জানান, আশা করছি ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে ক্ষতিপূরণ দেবে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল হাসান বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে এক প্যাকেট করে শুকনা খাবার ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
বুধবার (০৩ এপ্রিল) প্রত্যেক পরিবারকে ঢেউটিন বিতরণ করা হবে। এছাড়াও পরবর্তীতে বরাদ্দ এলে মোটা অংকের অনুদান দেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এনটি