ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরো শক্তিশালী হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরো শক্তিশালী হবে দুই দেশের পতাকা

ঢাকা: বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াবে দুই দেশ।

মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ আলোচনা হয়।  

ঢাকার সুইস দূতাবাস জানায়, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার বিষয়ক সচিব কামরুল আহসান। আর সুইজারল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) ও অ্যাম্বাসেডর রাফায়েল নাগেলি।  

বৈঠকে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করে। আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ ইত্যাদি নিয়ে দু’দেশ আলোচনা করে।

সুইস প্রতিনিধিদল পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তঃসংস্থা কমিটির সঙ্গে বৈঠক করে। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। ২০১০ সালের পর দু’দেশের বাণিজ্য প্রায় তিন গুণ বেড়েছে।

এদিকে অ্যাম্বাসেডর রাফায়েল নাগেলিও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহকারী মহাপরিচালক অ্যাম্বাসেডর থমাস গাসসহ সুইস প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদের সঙ্গে মঙ্গলবার  সৌজন্য সাক্ষাৎ করেন।  

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়িক ও কূটনৈতিক ব্যক্তি, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ৩১ মার্চ ৫ সদস্যের সুইস প্রতিনিধিদল দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বার্ন থেকে ঢাকা পৌঁছান। সফরকালে সুইস প্রতিনিধিদল ১ এপ্রিল কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেন। সুইজারল্যান্ড বিগত ২০১৭ সাল থেকে রোহিঙ্গা উদ্বাস্তু ও কক্সবাজারের স্থানীয় জনগণের কল্যাণে ৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।  

প্রতিনিধিদলের কয়েকজন সদস্য সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ৩-৪ এপ্রিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সফর করবেন। সুইজারল্যান্ড অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় শাসন এবং নিরাপদ অভিবাসনের মতো গুরুত্বপুর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।