ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের জীবনমান দেখে অভিভূত ব্রিটিশ হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
বাংলাদেশের জীবনমান দেখে অভিভূত ব্রিটিশ হাইকমিশনার

নীলফামারী: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মি. রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাসাবাড়িতে টিউবয়েল, স্বাস্থ্য সম্মত পায়খানা, টিনের ঘর, ফসলি জমি ও তাদের উন্নত জীবনমান দেখে আমি অভিভূত।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের (আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের) ব্র্যাকের হতদরিদ্র পুর্নবাসন কর্মসূচির সফল বাস্তবায়নের চিত্র দেখে তিনি একথা বলেন।

রবার্ট ডিকসন বলেন, যে মানুষগুলো এক সময় একবেলা খেতে পারতো না, তারা আজ উন্নত জীবন যাপন করছে।

ছেলে-মেয়েকে লেখাপড়া শিখিয়ে সুখী সমৃদ্ধ জীবন গড়ে তুলছে। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে হাঁস-মুরগি, গাভী, মাছ চাষ, সব্জি চাষ ও নানা কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়েছে।

বিট্রিশ হাই কমিশনার আরও বলেন, আমরা চাইব ব্রিটিশ কোম্পানিগুলো আরও বাংলাদেশে বিনিয়োগ করে সহায়তার হাত বাড়িয়ে দিক। বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাক এ কামনাই করি।

এ সময় ডিকসনের সফর সঙ্গী ছিলেন- জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মো. মুসা, আঞ্চলিক ব্যবস্থাপক রেদওয়ানুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোজিনা হক,  জেলা ব্র্যাক প্রতিনিধি লাইলুন নাহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।