মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভবনগুলোর তথ্য সংগ্রহ করে রাজউকের (অঞ্চল-৫) তিনটি টিম। এসময় রাজউকের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় ভবনের এমন সমস্যা সমাধানে দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্দেশনা দেন।
সরেজমিনে দেখা যায়, শুরুতেই ধানমন্ডির সাত মসজিদের ৫৮/বি আমিন মোহাম্মদ গ্রুপের একটি ভবনের তথ্য সংগ্রহ করেন দলটি। ভবনটি আবাসিক হলেও এর নিচে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বলে শনাক্ত করেছেন রাজউক কর্মকর্তারা।
এরপর ধানমন্ডি ১৫ নম্বর সড়ক মনিন্দ্র কুমার নাথ নামে এক ব্যক্তির মালিকানাধীন ১৪তলা ভবন পরিদর্শন করে দলটি। এসময় ভবনটি নকশা অনুযায়ী নির্মাণে গরমিল পাওয়া যায়। তবে ভবনের প্রজেক্ট ইনচার্জ আবু আলম নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন।
রাজউকের (অঞ্চল-৫) পরিচালক শাহ আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, ধানমন্ডি এলাকার ১৪টি বহুতল ভবনের তথ্য সংগ্রহ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে কোনো ভবনে কি ব্যত্যয় ঘটেছে, তা জানানো হবে।
রাজউক কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় এমন সমস্যা সমাধানে ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বড় সমস্যাগুলোর জন্য রাজউকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
এমএমআই/ওএইচ/