মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এর আগে ড্রেজার মেশিনসহ তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল (২৫), মো. সবুজ (২৫), মো. রেজাউল (৩০), মো. জসিম হাওলাদার (৪৫) ও মো. মহসিন (৩৬) ।
অভিযানের সময় কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানসহ সদস্যরা সহযোগিতা করেন।
ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমএস/ওএফবি