মঙ্গলবার (২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নান্টু ওই গ্রামের জামাল হোসেন মোল্লার ছেলে।
লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-ভাবির সঙ্গে ঝগড়া হয় নান্টুর। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। টের পেয়ে প্রতিবেশী ইছারের ছেলে ইউসুফ আলী তাদের মধ্যকার ঝগড়া থামাতে এগিয়ে এলে তার সঙ্গেও কথা কাটাকাটি হয় নান্টুর। একপর্যায়ে ইউসুফ উত্তেজিত হয়ে নান্টুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নান্টুকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। বুধবার (৩ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
আরবি/