ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
বগুড়ায় দুই মাদক বিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দু্ই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- বগুড়ার শেরপুর পৌরশহরের উলিপুরের মুনসুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫) ও উত্তর সাহপাড়ার রনিছ সেখের ছেলে আমিনুল ইসলাম আম্বু (৩২)।

বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাবের একটি দল ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার গাড়ীদহ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, দু’টি সিম ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। পরে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।