ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
ভেড়ামারায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু আগুনে রান্নাঘর, বসতঘর পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে অগ্নিদগ্ধ হয়ে সালেহা খাতুন (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) দিনগত রাতে ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালেহা একই এলাকার আনছের আলীর স্ত্রী।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিনগত রাতে আনছের আলীর গোয়ালঘরে (গুরুর ঘর) আগুন লাগে। এসময় তার স্ত্রী সালেহা গরু বাঁচাতে গেলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে তিনটি গরু, রান্নাঘর, বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।  

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ বাংলানিউজকে জানান, গোয়ালঘরে থাকা গরুগুলোকে মশার উপদ্রব থেকে রক্ষা করার জন্য ধোঁয়া সৃষ্টির উদ্দেশে সাজাল দেওয়া হয়। ওই সাজাল থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।