মঙ্গলবার (২ এপ্রিল) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এরআগে সুনামগঞ্জের যাদুকাটা নদীতে পুণ্যতীর্থ শেষে সিলেটে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ মিশু জানান, বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় তার শবদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আনা হবে। এরপর বিকেল ৩টায় চালিবন্দর শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এনইউ/ওএইচ/