এলাকাবাসী ও যাত্রীরা জানান, বুধবার (০৩ এপ্রিল) সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মালেকের বাড়িসহ বিভিন্ন এলাকায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে কোনাবাড়ী, কড্ডা ও নাওজোর কালিয়াকৈর উপজেলার মৌচাকসহ বিভিন্ন এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পলাশ পরিবহনের যাত্রী কাজী সুমন জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে সকাল ৯টায় বাসে উঠেছি।
কোনাবাড়ী এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের সড়কের বেহাল অবস্থার সঙ্গে বৃষ্টিতে পানি জমে যাওয়ায় যানবাহনের ধীরগতিতে এ যানজট বলে জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
আরএস/জেডএস