ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌কে দীর্ঘ যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌কে দীর্ঘ যানজট যানজটে আটকে আছে সব ধরনের যান

গাজীপুর: গাজীপু‌রে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌কে দীর্ঘ যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন এ রুটের হাজার হাজার যাত্রী।

এলাকাবাসী ও যাত্রীরা জানান, বুধবার (০৩ এ‌প্রিল) সকাল থে‌কে গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মা‌লে‌কের বা‌ড়িসহ বি‌ভিন্ন এলাকায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থে‌কে ‌কোনাবাড়ী, কড্ডা ও নাও‌জোর কা‌লিয়া‌কৈর উপজেলার মৌচাকসহ বি‌ভিন্ন এলাকা দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।  

পলাশ প‌রিবহ‌নের যাত্রী কাজী সুমন জানান, কা‌লিয়া‌কৈ‌রের চন্দ্রা থে‌কে সকাল ৯টায় বা‌সে উ‌ঠে‌ছি।

দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ভাওয়াল বদ‌রে আলম সরকারি ক‌লে‌জ পর্যন্ত এ‌সে‌ছি। আধা ঘণ্টার রাস্তা আস‌তে প্রায় সা‌ড়ে ৩ ঘণ্টা সময় লে‌গে‌ছে। যানজ‌টে আট‌কে থে‌কে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে।

কোনাবাড়ী এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের সড়কের বেহাল অবস্থার সঙ্গে বৃষ্টিতে পানি জমে যাওয়ায় যানবাহনের ধীরগতিতে এ যানজট বলে জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এ‌প্রিল ০৩, ২০১৯
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।