বুধবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে হেমায়েতপুরের ভাকুর্তার দক্ষিণ স্যামপুর সাকিন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দিঘিপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি সাভারের হেমায়েতপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে তার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাতের পর হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাভার মডেল থানায় একটি অভিযোগ করি।
বাংলাদেশে সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জিপি