ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সাইকেল চালাতে গিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
রাজবাড়ীতে সাইকেল চালাতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায় সাইকেল চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুশফিক (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুশফিক জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকার ২নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুস লাল মিয়ার ছেলে।

সে কাজীবাধা নতুনপাড়া ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

মুশফিকের চাচা মো. ইদ্রিস বাংলানিউজকে বলেন, মুশফিক সকালে বাড়ির পাশে সাইকেল চালাচ্ছিলো। এক পর্যায়ে সে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. এসএম তারেক আনাম বাংলানিউজকে জানান, বুকে ব্যথা নিয়ে শিশুটিকে হাসপাতালের জরুরী বিভাগে আসে তার স্বজনেরা। দ্রুত এক্স রে করা হয়। পরে শ্বাস-প্রশ্বাসে অস্বাভাবিকতা দেখা দেয়, পাশাপাশি মস্তিস্কে আঘাতের লক্ষণ প্রকাশ পায়। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ডের ব্যবস্থা করার আগেই সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।