বুধবার (০৩ মার্চ) দুপুরে রেস্টুরেন্টিতে অভিযান পরিচালনা করেন অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন।
এসময় মৌলভীবাজার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ‘মামার বাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে খাবারে মাছি, ফ্রিজে প্রস্তুত করা গ্রিল ও কাঁচা মাংস একই সঙ্গে রাখা এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রেস্টুরেন্টির ব্যবস্থাপক মুহিবুর রহমান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে ঝড়বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে খাবার রাখতে গিয়ে সবকিছু ঠিক মতো গুছিয়ে রাখা ও পরিষ্কার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসআরএস