ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাবারে মাছি, মামার বাড়ি’কে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
খাবারে মাছি, মামার বাড়ি’কে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: খাবারে মাছি, নোংরা পরিবেশসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের শহরের ‘মামার বাড়ি’ রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার (০৩ মার্চ) দুপুরে রেস্টুরেন্টিতে অভিযান পরিচালনা করেন অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন।  

এসময় মৌলভীবাজার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সহকারী পরিচালক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদে ভিত্তিতে ‘মামার বাড়ি’ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে খাবারে মাছি, ফ্রিজে প্রস্তুত করা গ্রিল ও কাঁচা মাংস একই সঙ্গে রাখা এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রেস্টুরেন্টির ব্যবস্থাপক মুহিবুর রহমান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে ঝড়বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে খাবার রাখতে গিয়ে সবকিছু ঠিক মতো গুছিয়ে রাখা ও পরিষ্কার করা সম্ভব হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।