ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: বৈরি আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নৌযান চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বিকেলে হঠাৎ করেই আকাশে মেঘ করে এবং বাতাস শুরু হয়।

যেকোন সময় ঝড় শুরু হতে পারে এজন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল সন্ধ্যা ৬টা বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, ফেরিঘাট সূত্র জানায়, ঝড় হওয়ার সম্ভাবনা থাকায় সন্ধ্যা থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল থেকেই আবহাওয়া বৈরিভাব। সন্ধ্যার দিকে আকাশে প্রচণ্ড মেঘ করায় যেকোনো সময় ঝড় হতে পারে বলে মনে হওয়ায় সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।