বুধবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নৌযান চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বিকেলে হঠাৎ করেই আকাশে মেঘ করে এবং বাতাস শুরু হয়।
অন্যদিকে, ফেরিঘাট সূত্র জানায়, ঝড় হওয়ার সম্ভাবনা থাকায় সন্ধ্যা থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল থেকেই আবহাওয়া বৈরিভাব। সন্ধ্যার দিকে আকাশে প্রচণ্ড মেঘ করায় যেকোনো সময় ঝড় হতে পারে বলে মনে হওয়ায় সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এনটি