বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিরুলিয়ার তামান্না পার্কের পেছনে তুরাগ নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় বাংলানিউজকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ময়না-তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ময়না-তদন্তের জন্য মরদেহ রাজধানীর রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশে সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জিপি