ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভিনা মেকং কনসালট্যান্টের সঙ্গে বসুন্ধরার চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
ভিনা মেকং কনসালট্যান্টের সঙ্গে বসুন্ধরার চুক্তি সই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সংশ্লিষ্টরা

ঢাকা: ভিয়েতনামের ‘ভিনা মেকং কনসালট্যান্টস জেএসসি’র সঙ্গে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ‘বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের’ সীতাকুণ্ড প্রকল্পের অধীনে একটি চুক্তি সই হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) এ চুক্তিটি সই হয়।

ভূমি উন্নয়ন ও ভূমির গুণগত মানোন্নয়নের জন্য বৃহৎ এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

 বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এসময় বসুন্ধরা গ্রুপ ও ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।