বুধবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ফেডারেশন আয়োজিত গণজমায়েত এ দাবি জানানো হয়।
১০ দফার দাবি মধ্যে রয়েছে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় সিদ্ধান্ত মোতাবেক হকারদের পুনর্বাসন করা, হকারদের পুনর্বাসন না করা পর্যন্ত নারায়ণগঞ্জ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা মহানগরসহ সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভা গুলোতে হকার উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা, হকারদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, হকারদের নিয়ন্ত্রণের জন্য নীতিমালা ও আইন প্রণয়ন করা, রেজিস্টার করা হকার সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধি বা সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা ইত্যাদি।
গণজমায়েতে ফেডারশেন নেতারা বলেন, সারাদেশে ১০ লাখ হকার রয়েছে। পরিবার পরিজন নিয়ে এ সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। হকারদের উচ্ছেদ করলে প্রায় এক কোটি মানুষ খাবার পাবে কোথায়? তাই উচ্ছেদের পূর্বে হকারদের পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান হকাররা।
গণজমায়েতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমএমআই/আরআইএস/