বুধবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাথুলি গ্রামের রফিকুল ইসলাম নুফুর ছেলে।
পুলিশ জানায়, বিকেলে একটি ট্রাক বারবারিয়া বাসস্ট্যান্ড এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যাল থেকে সড়কে উঠছিলো। এসময় একটি মোটরসাইকেলকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল নিহত হন।
গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) লুতফর রহমান বাংলানিউজকে বলেন, হেলালের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে মরদেহটি তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হলেও ড্রাইভার পলাতক রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এনটি