ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে মাশরাফির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে মাশরাফির সাক্ষাৎ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাশরাফি

ঢাকা: নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল সদর-লোহাগড়ার সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। 

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে দেখা করতে যান মাশরাফি। প্রতিমন্ত্রীর সঙ্গে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন তিনি।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মাশরাফিকে যৌক্তিক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।  

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন, সহকারী একান্ত সচিব কবির খান ও জনসংযোগ কর্মকর্তা মো. আহসান হাবীব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।