বুধবার (৩ এপ্রিল) সকালে ভাটার সময় আশাশুনি উপজেলার কুল্যা ব্রিজের পাশে বেতনা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করেন স্থানীয়রা।
পরে ডলফিনটি জোয়ারের সময় অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।
স্থানীয় বাসিন্দা মুনসুর আলি বাংলানিউজকে জানান, সকালে ভাটার সময় ডলফিনটি নদীর চরে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তিনি সেটি উদ্ধার করে আশাশুনি থানায় খবর দেন। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে জোয়ারের সময় ডলফিনটি নদীতে অবমুক্ত করেন। কিন্তু পরের ভাটার সময় ডলফিনটি আবারো নদীর চরে আটকে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিরল প্রজাতির ডলফিনটিকে উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়। গভীর সাগরের এই প্রাণিটি জোয়ারের পানিতে নদীতে চলে এসেছে। কিন্তু বেতনা নদীতে ভাটার সময় চর জেগে ওঠে। তাছাড়া নদীতে স্রোত না থাকায় ডলফিনটি আর ফিরে যেতে পারছে না। বিষয়টি মৎস্য ও বন বিভাগকে জানানো হয়েছে। রাতের জোয়ারে ডলফিনটি যদি ফিরে যেতে না পারে, তবে ডলফিনটি তারা উদ্ধার করবে।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
আরএ