বুধবার (০৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদের মধ্যে আল আমিন দূরারোগ্য ব্যাধি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আল আমিন মার্চ মাসে পুলিশের এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। ট্রেনিংরত অবস্থায় হঠাৎ নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন।
এদিকে আরেক দূরারোগ্য ব্যাধি জিবিএস ভাইরাসে আক্রান্ত আরিফ সাদিক প্রান্ত মারা গেছেন। তিনিও মাসখানেক ধরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (০৩ এপ্রিল) মারা যান। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
পিএম/আরএ