ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দূরারোগ্য ব্যাধিতে চলে গেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
দূরারোগ্য ব্যাধিতে চলে গেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী বাম থেকে আল আমিন ও সৈয়দ আরিফ সাদিক প্রান্ত

শাবিপ্রবি: দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। ২০১০-১১ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন এবং ২০১৬-১৭ সেশনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ আরিফ সাদিক প্রান্তের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (০৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে আল আমিন দূরারোগ্য ব্যাধি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

দীর্ঘ এক মাস বিএসএমএমইউ’র আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (০৩ এপ্রিল) বেলা ৩টার দিকে তিনি মারা যান।

আল আমিন মার্চ মাসে পুলিশের এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। ট্রেনিংরত অবস্থায় হঠাৎ নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেওয়া হয়। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন।

এদিকে আরেক দূরারোগ্য ব্যাধি জিবিএস ভাইরাসে আক্রান্ত আরিফ সাদিক প্রান্ত মারা গেছেন। তিনিও মাসখানেক ধরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার (০৩ এপ্রিল) মারা যান। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।