তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুনের সন্ধান পাননি। পরে আশ্বস্ত হয়ে রোগী ও স্বজনেরা আবারো স্ব-স্ব ওয়ার্ডে ফিরেছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, এক রোগীর স্বজন রাত ১১টার দিকে আমাদের কাছে ফোন করে জানায় হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। এ খবরে আমাদের দু’টি ইউনিট হাসপাতালের কোথাও আগুনের সন্ধান পাওয়া যায়নি। আগুনের কথা বলে মূলত প্যানিক সৃষ্টি করা হয়েছে। রোগী ও তাদের স্বজনেরাই এ গুজব ছড়ান।
মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ বাংলানিউজকে জানান, হাসপাতালের নতুন ভবনের ৭ম তলায় নেফ্রোলজি বিভাগের এক রোগী মারা যায়। এ ঘটনায় রোগীর স্বজনেরা কাঁদতে থাকেন। ৬ তলায় অবস্থানরত রোগী ও তাদের স্বজনরা মনে করেন আগুন লেগেছে। এ নিয়ে তারা হুড়োহুড়ি শুরু করেন।
পরে আমরা মাইকে ঘোষণা দেওয়ার পর রোগী ও তাদের স্বজনেরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমএএএম/পিএম/আরএ