ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন গুজবে ‘লঙ্কাকাণ্ড’!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
ময়মনসিংহ মেডিকেলে আগুন গুজবে ‘লঙ্কাকাণ্ড’! ময়মনসিংহ মেডিকেলে আগুন আতঙ্ক

ময়মনসিংহ: আগুন গুজবে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। হাসপাতালের নতুন ভবনে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নেমে আসেন রোগী ও তাদের স্বজনরা।

তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুনের সন্ধান পাননি। পরে আশ্বস্ত হয়ে রোগী ও স্বজনেরা আবারো স্ব-স্ব ওয়ার্ডে ফিরেছেন।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, এক রোগীর স্বজন রাত ১১টার দিকে আমাদের কাছে ফোন করে জানায় হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। এ খবরে আমাদের দু’টি ইউনিট হাসপাতালের কোথাও আগুনের সন্ধান পাওয়া যায়নি। আগুনের কথা বলে মূলত প্যানিক সৃষ্টি করা হয়েছে। রোগী ও তাদের স্বজনেরাই এ গুজব ছড়ান।

মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ বাংলানিউজকে জানান, হাসপাতালের নতুন ভবনের ৭ম তলায় নেফ্রোলজি বিভাগের এক রোগী মারা যায়। এ ঘটনায় রোগীর স্বজনেরা কাঁদতে থাকেন। ৬ তলায় অবস্থানরত রোগী ও তাদের স্বজনরা মনে করেন আগুন লেগেছে। এ নিয়ে তারা হুড়োহুড়ি শুরু করেন।

পরে আমরা মাইকে ঘোষণা দেওয়ার পর রোগী ও তাদের স্বজনেরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমএএএম/পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।