বুধবার (৩ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দৌলতপুর মাঝিপাড়া গ্রামের সুর্যমোহন রায় ওরফে পিটারু দীর্ঘীদন থেকে মাথা ব্যথায় ভুগছিলেন।
বুধবার এলাকার লোকজন পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গেলে সুর্যমোহন রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। পিঠারু ওই গ্রামের চিত্ত মোহন রায়ের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরএ