এ ঘটনায় বুধবার (০৩ এপ্রিল) রাতে অভিযুক্ত রিফাত (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে বুধবার সন্ধ্যায় আলফাজ দুধ নিয়ে বাজারে যাচ্ছিলো।
পথে রিফাত অতর্কিতভাবে আলফাজের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় আলফাজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আটক রিফাতের অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। এ ঘটনায় নিহত রিফাতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময় ০৩০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমএএএম/আরএ