ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার (০৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেললাইনের পাশের বস্তি ও কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
পিএম/আরএ