বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, ভোরে স্থানীয় লোকজন কয়েন বাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনটি