বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কাঁঠালবাড়ী ৩নং পন্টুনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এরআগে, বুধবার (০৩ এপ্রিল) রাত ১১টার দিকে কাঁঠালবাড়ী ফেরিঘাটের ফেরি থেকে পড়ে রকি নিখোঁজ হন।
>>>আরও পড়ুন...পদ্মায় ফেরি থেকে পড়ে যুবক নিখোঁজ
শিবচর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৯টা থেকে ডুবুরি দল ফেরিঘাটের পদ্মা নদীতে অভিযান চালায়। প্রায় ঘণ্টাখানেক অভিযান চালানোর পর ফেরির পন্টুনের নিচ থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।
মেহেদী হাসান রকি মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি তার খালা বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।
শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এনটি