বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানাধীন জিতারমোড় হাতিমারা রোড এলাকায় ভোর ৪টার দিকে মাহবুবুর রহমানের মালিকানাধীন বিশ্বাস পোল্ট্রি ফিড কারখানায় আগুন লাগে।
তিনি আরো জানান, আগুনে ওই কারখানার ভভেতর কাঁচামাল, কেমিক্যাল, প্লাস্টিকের বস্তা ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরএস/এএটি