ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল, ধর্ষক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
ধর্ষণ দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল, ধর্ষক আটক  আটক ধর্ষক শাহ্জাহান বাদশা। ছবি বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সে দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করায়  ধর্ষক শাহ্জাহান বাদশাকে (৪০) নওগাঁ থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা।

আটক শাহ্জাহান বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের একরামুল হকের ছেলে এবং তেলকুপি উচ্চ বিদ্যালয়ের করনিক।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে নওগাঁ জেলার সাপাহার থানার সোনাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বাদশাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করা হয়। শুক্রবার বেলা ১২টার দিকে র‌্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, ২০১৩ সালে তেলকুপি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন একই বিদ্যালয়ের করণিক শাহজাহান বাদশা তার ছেলের বান্ধবী ওই ছাত্রীকে ধর্ষণ ও তা মোবাইল ফোনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে।

বর্তমানে এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত ওই ছাত্রীকে শাহ্জাহান বাদশা আবারও ব্ল্যাকমেইল করলে চলতি বছরের ১৮ মার্চ ওই ছাত্রীর ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শাহ্জাহান বাদশা আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সাইদ আব্দুল্লাহ আল মুরাদ ধর্ষক বাদশাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।