শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার-৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনগত রাতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।
ই-মেইল বার্তায় আরো জানানো হয়, বৃহস্পতিবার রাতে পালংখালীর ফাইস্যাখালী নামক স্থানে তুমব্রু খাল দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে, এমন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির নায়েক মো. নূর আলমের নেতৃত্বে একটি টহলদল ওইস্থানে ওঁৎ পেতে থাকে।
এসময় মিয়ানমারের দিক থেকে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে থাকে এবং টহল দলের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা নৌকা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসবি/আরবি/