শুক্রবার (০৫ এপ্রিল) মামলার তদন্তকারী কমকর্তা আসামিকে তিনদিনের রিমান্ডের আবেদন করেন। অপরপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
মহানগর হাকিম বাকী বিল্লাহ উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন বাতিল করে ননী গোপালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) মুগদা এলাকা থেকে সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) মালিক ননী গোপালকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুক্রবার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি পুলিশকে বলেন, বাসটির পারমিট ছিলো মহাখালী-ব্রাহ্মণবাড়িয়া রুটের। কিন্তু কোম্পানির প্রতিনিধির যোগসাজশে বাসটি সদরঘাট-গাজীপুর রুটে চলাচল করে আসছিল।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
জেডএস