ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অগ্নিঝুঁকিতে অধিকাংশ বহুতল ভবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
নারায়ণগঞ্জে অগ্নিঝুঁকিতে অধিকাংশ বহুতল ভবন  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোগো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের অধিকাংশ বহুতল ভবন অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে বহুতল ভবনগুলো ঘুরে ঘুরে এসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে নোটিশ টাঙিয়ে দেয় ফায়ার সার্ভিস।  

সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া মার্ক টাওয়ারসহ কয়েকটি বহুতল ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে ঝুঁকিপূর্ণ লিখিত নোটিশ টাঙিয়েছেন।

এছাড়াও ভবনগুলোতে ফায়ার এক্সিটসহ বিভিন্ন বিষয় ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেটির যাচাই করেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রায় ১২টি বহুতল ভবনকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। ভবনগুলোর বাইরে ঝুঁকিপূর্ণ নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। শহরের বহুতল ভবনগুলোর অধিকাংশেরই একটি সিঁড়ি। যেখানে অন্তত দু’টি সিঁড়ির প্রয়োজন ছিল। ভবনগুলোতে নেই অগ্নিনির্বাপন ব্যবস্থা, নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা। কিছু ভবনে আলো-বাতাস আসা-যাওয়ারও পর্যাপ্ত ব্যবস্থা নেই।  

তিনি আরও জানান, এসব ভবনকে আমরা মহাপরিচালকের নির্দেশে শনাক্ত করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। শনিবারও পুরোদমে শহরব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।