শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজ শেষে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমানবাহিনী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নৌবাহিনী দল চ্যাম্পিয়ন ও সেনাবাহিনী দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এরমধ্যে আজানে নৌবাহিনীর পিও (সিডি) এম মনিরুজ্জামান ও কেরাতে নৌবাহিনীর পিওআরএস (জি) এম হাবিবুর রহমান প্রথম স্থান অধিকার করেন।
এ সময় সব দলের প্রতিযোগী ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
ওএইচ/