বাংলা একাডেমিতে শুক্রবার (৫ এপ্রিল) শুরু হলো দু’দিনব্যাপী ওয়াও উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার বক্তব্যে একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নারীদের প্রতিবন্ধকতা দূর করতে পুরুষদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে তৃণমূলের নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বলে আশা করছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন।
ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি বলেন, নারীদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া সমস্যাগুলোই তুলে আনে ওয়াও ফেস্টিভ্যাল। এ উৎসব দেখাতে চায় কীভাবে একসঙ্গে সমস্যাগুলো মোকাবিলা করা যায়। আমরা এর মাধ্যমে সমমনা সবার সঙ্গে এক কণ্ঠে আওয়াজ তুলে সুযোগ তৈরি করে দিতে চাই।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন বলেন, এ উৎসব কেবল শুরু। ভবিষ্যতে এ ধরনের প্রচুর আয়োজন করা হবে। নারীদের দ্বারা পরিচালিত বিশ্বব্যাপী সর্ববৃহৎ উৎসব ওয়াও ফেস্টিভ্যাল। বিশ্বব্যাপী পাঁচটি মহাদেশে অনুষ্ঠিত হয় এটি। বাংলা একাডেমিতে দু’দিনের এ উৎসবে নারীর বিরুদ্ধে সহিংসতা, পুরুষ ও নারীবাদের মতো বিষয়ের উপর প্যানেল আলোচন অনুষ্ঠিত হবে।
সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের বিভিন্ন বাধা প্রতিকূলতার উপর কর্মশালা হবে এই ফেস্টিভ্যালে। এছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী হবে বাংলা একেডেমি প্রাঙ্গণজুড়ে।
সবার জন্য উন্মুক্ত এ আয়োজন। শনিবার (৬ এপ্রিল) পর্যন্ত চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএস/এএ