শুক্রবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাবেয়া পরিবহনের পাটুরিয়ামুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এছাড়াও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কজনক। তাদের উদ্ধার করে আশ-পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান ইনচার্জ ইয়ামিন উদ দৌলা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
কেএসএইচ/এএটি