শুক্রবার (০৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর থানার বিপিনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ঘরের দোতলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের কারণে সোনিয়া আত্মহত্যা করেন বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায়।
সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এনটি