শুক্রবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জাহাঙ্গীর হোসেনের প্রতিবেশী লালচাঁন মিয়া বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির উঠানে শিশু জিসান খেলা করছিল। এসময় ঘরের টিনের বেড়া থেকে শিশুটি বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে আহত হন তার মা ও চাচা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
কেএসএইচ/এএটি