শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরজ আলী উকিয়ারা গ্রামের রুপাই আলীর ছেলে এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গরুসহ তিনি বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গরুকে গোসল দিয়ে তিনি গোসল করতে নদীতে নামেন। ফজর আলী নদীতে গোসলের সময় ডুব দেয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। এ ঘটনার শোনার পর স্থানীয়রা নদীতে দেড়ঘণ্টা খোঁজাখুজির পর নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হানিফ আলী বাংলানিউজকে জানান, নিহত ফজর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
কেএসএইচ/এএটি