জন্ম নেওয়া অদ্ভূত চেহারার নবজাতক। ছবি: বাংলানিউজ
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারী অদ্ভুত চেহারা ও অস্বাভাবিক আকৃতির একটি সন্তান জন্ম দিয়েছেন। যদিও ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরেই মারা যায় নবজাতকটি।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট এলাকায় ওই শিশুর জন্ম হয়।
এরপর থেকেই উৎসুক জনতার ভীড় জমে সেখানে।
শিশুটির চেহারা ও আকৃতি দেখে কৌতুহল দেখা দেয় সাধারণ মানুষের মনে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে জানান, নবজাতকের জন্মসহ এ সম্পর্কিত কোনো বিষয়ে তিনি অবগত নন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।