হবিগঞ্জ: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাফির উদ্দিন (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, সাফির উদ্দিন নামে ওই ব্যবসায়ী গোসলের পর নিজ ঘরে ঢুকে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখেন। তারটিতে সংযোগ নেই ভেবে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।