ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যারা ধ্বংসের রাজনীতি করে তাদের বিনাশ হোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
যারা ধ্বংসের রাজনীতি করে তাদের বিনাশ হোক বাংলাদেশ কংগ্রেসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

ঢাকা: যারা ধ্বংসের রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, স্বাধীনতাবিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ কংগ্রেসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে রাজনৈতিক দলসমূহের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, আমরা চাই সবাই মিলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি প্রতিষ্ঠিত করতে।

ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের দল, ক্ষমতার বাইরে বিরোধীদলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। স্বাধীনতাবিরোধীরা থাকবে সেটা আমরা কল্পনা করি না।

তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে, দেশের সেবায়। সেটাই হবে রাজনীতি। আমি মন্ত্রী হয়েছি আপনি রাজনৈতিক নেতা হয়েছেন। আমার যদি টার্গেট থাকে বিশাল বিত্ত-বৈভব, বিশাল জায়গা অর্জন করে আমিই একা আরামে থাকবো- এটা রাজনীতি হতে পারে না। এই রাজনীতি থেকে বেরিয়ে আসার যে চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় দেশবাসীকে শামিল হতে আহ্বান জানাই।  

‘এই বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বাংলাদেশ। অসাম্প্রদায়িক রাজনীতির বাংলাদেশ। উন্নয়নের অগ্রযাত্রার বাংলাদেশ। সেখানে আমি বাংলাদেশ কংগ্রেসকে সম্পৃক্ত দেখতে চাই। আমাদের সবাইকে এই লক্ষ্য নিয়ে এগোতে হবে। ’

সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ অনেক দূরে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা সৃজনশীল উন্নতমানের রাজনীতি করতে চাই। ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আরও পরিষ্কারভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ধারণ করেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ায় রাষ্ট্রনায়ক হিসেবে তার প্যারালাল দ্বিতীয় কেউ নেই।

আমরা সবাইকে নিয়ে চলতে চাই মন্তব্য করে তিনি বলেন, একটা শ্রেণী বাদে, তারা হলো স্বাধীনতাবিরোধী গোষ্ঠী। আর একটা শ্রেণী যারা উন্নয়নকে চোখে দেখে না। উন্নয়নের পথে যারা বাধা। তাদের বাদ দিয়ে আমরা সবাইকে নিয়ে চলতে চাই।  
 
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন, দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম আমিন উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।