শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো অপশক্তি ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা নস্যাৎ করতে পারবে না।
সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আছে বলেই কাজিপুরের দুর্গম চরে ১০ শয্যাবিশিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পাকা সড়ক নির্মাণ, রেস্ট হাউস, উপজেলা পরিষদের নতুন ভবন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, আইএইচটি, আমেনা মনসুর টেক্সটাইল ও পাঁচশ’ আসন বিশিস্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ হয়েছে। সরকারের ধারাবাহিকতা থাকার কারণেই প্রতিটি উন্নয়ন কাজ সফলভাবে শেষ হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৯
আরএ