ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিউবওয়েল শ্রমিক নিহত

বরিশাল: বরিশালের মুলাদীতে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসকুরনী হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিহত শ্রমিক রাজশাহীর’র নওগা উপজেলার খেলনা গোবড়াপাড়া গ্রামের শওকত হোসেনের ছেলে। অপর আহত দু’জন একই গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার (২২) ও মোস্তাকিন (১৮)।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়েদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে ওই শ্রমিকরা উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে টিউবওয়েল বসানোর কাজ করছিলো। এসময় তারা একটি পাইপ উপরে তুলতে গেলে তা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শ্রমিক অসকুরনীকে মৃত ঘোষনা করেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গত একমাস আগে শ্রমিক হিসেবে কাজ শুরু করে অসকুরনী। ওর আরো এক ভাই ও এক বোন রয়েছেন। ক’দিন আগেই নওগাঁ থেকে তারা ১১ জন শ্রমিক মুলাদীতে টিউবওয়েল বসানোর কাজে যোগ দেয়।

বাংলা‌দেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।