ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হয় কুমুদিনী কমপ্লেক্সে আইজিপি জাবেদ পাটোয়ারী। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: পুলিশের মহা পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ সব ভাল মানুষের বন্ধু হতে চায়। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হয়। আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছেন হানাদারদের বিরুদ্ধে, আর আমরা যুদ্ধ করছি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে। 

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সের পিপিএম হলে তাকে দেয়া সংবর্ধনা সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় আইজিপি জাবেদ পাটোয়ারী কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে তিনি হাসপাতাল পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল মামুন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক, লেখীকা হেনা সুলতানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন-ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।