শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সের পিপিএম হলে তাকে দেয়া সংবর্ধনা সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় আইজিপি জাবেদ পাটোয়ারী কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল মামুন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক, লেখীকা হেনা সুলতানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন-ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ