ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে

মধুপুর (টাঙ্গাইল): কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক ধরে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। আমরা হয়তো সে রাষ্ট্রের সুফল ভোগ করে যেতে পারবো না, কিন্তু ভবিষ্যত প্রজন্ম এর সুফল ভোগ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই আলোকিত দেশ গড়তেই আমরা আলোকিত মানুষ গড়ার কাজ করছি।
 

শুক্রবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মধুপুর শাখার আয়োজনে সংগঠনের শ্রমিক সদস্যদের সন্তান যারা শিক্ষা ক্ষেত্রে মেধাবী তাদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
  
কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা পুষ্টিগুণ সম্পন্ন খাবার পায় না।

এতে অনেক মেধা হারিয়ে যায়। সামান্য কারণে দেশের সম্পদশালীরা অর্থ অপচয় করতে দ্বিধা করেন না অথচ আশেপাশের এমন মেধার কদরে তাদের নজর নেই। দেশের জন্য, এলাকার জন্য তাদের বিশেষ যত্ন নেওয়ার উচিত।

মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্নস্থ প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড কার্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। এতে স্বাগত দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হীরা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দাকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলি, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ বজলুল রশীদ খান, ওসি সফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।