শুক্রবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মধুপুর শাখার আয়োজনে সংগঠনের শ্রমিক সদস্যদের সন্তান যারা শিক্ষা ক্ষেত্রে মেধাবী তাদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা পুষ্টিগুণ সম্পন্ন খাবার পায় না।
মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্নস্থ প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড কার্যালয়ে অনুষ্ঠিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। এতে স্বাগত দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আনিছুর রহমান হীরা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দাকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলি, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ বজলুল রশীদ খান, ওসি সফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এনটি