শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মাঝিবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাবনুর ওই গ্রামের মৃত মোতালেব মিয়ার মেয়ে।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, মেয়েটির মা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। শাবনুরও গার্মেন্টের শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার শাবনুরকে ঘরে রেখে তার ভাই কাইয়ুম জুমার নামাজ পড়তে যায়। এসে দেখে ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে তাই ভাইয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ময়না তদন্তের আগে এই ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
জেডএস