ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘সাইকেল লেন দিবস’ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
‘সাইকেল লেন দিবস’ পালিত ‘সাইকেল লেন দিবস’র শোভাযাত্রার অতিথিরা

ঢাকা: ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ‘সাইকেল লেন দিবস’। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম শুক্রবার দেশে দিবসটি সাইক্লিস্টদের পক্ষ থেকে পালন করা হয়। এবার অষ্টমবারের মতো দিবসটি উদযাপিত হলো।

শুক্রবার (৫ এপ্রিল) ‘দেশের জ্বালানী সাশ্রয়, যানজট রোধে সাইক্লিংকে উৎসাহিত করুন’ প্রতিপাদ্য নিয়ে এবারের সাইকেল লেন দিবস পালিত হয়েছে। আয়োজনের অংশ হিসেবে শুরুতেই এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

সাইকেল লেন পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এই শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল। এছাড়াও ব্রেণ্ড লাইফ এন্ড হাসপাতালের ব্যবস্থাপক ফকরুল হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক এসানুল আজিজ, লেখক ও গবেষক আল আমিন বিন হাসিম, বিশিষ্ট ক্রীড়াবিদসহ অনেকে উপস্থিত ছিলেন।  

শোভাযাত্রা শেষে এক সভায় পরিষদের পক্ষ থেকে বলা হয়, দেশের সাইক্লিস্টদের পথচলার মাধ্যমে  লাল সবুজের পতাকা বহির্বিশ্বে সুপরিচিত হচ্ছে।  সাইকেল লেন দিবস হচ্ছে  সাইক্লিস্টেদের সম্মান জানানো। সাইক্লিসটদের ঐতিহ্য-সুস্বাস্থ্য জাতি গঠন ও নিরাপদ পথের তাগিদ দেওয়া। একই সাথে  সচেতনতামূলক স্লোগান সৃষ্টিতে এগিয়ে চলার নাম ‘সাইকেল লেন দিবস’।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, এপ্রিল ০৬,২০১৯
এসএইচএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।